পরকীয়া বন্ধে ৪৯৭ ধারার সংশোধন চান পুরুষ অধিকার ফাউন্ডেশন - The Daily News Paper Pratidin

Breaking

Post Top Ad

Responsive Ads

Sunday, February 03, 2019

পরকীয়া বন্ধে ৪৯৭ ধারার সংশোধন চান পুরুষ অধিকার ফাউন্ডেশন


পরকীয়া বন্ধে ৪৯৭ ধারার সংশোধন চান পুরুষ অধিকার ফাউন্ডেশন


বাংলাদেশ প্রতিদিন (প্রকাশ : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৯)
পরকীয়া বন্ধে দণ্ডবিধি ৪৯৭ ধারার সংশোধন দাবি করেছেন 'বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন'র (বাপুঅফা) নেতারা। আজ পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তারা এ দাবি তোলেন।
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। এসময় সংগঠনটির নেতারা পরকীয়া বন্ধের নানা দিক তুলে ধরেন এবং এটি বন্ধে দণ্ডবিধি ৪৯৭ ধারার সংশোধন দাবি করেন।

বিডি প্রতিদিন/হিমেল

No comments:

Pages