বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কথায় নয়, কাজে বিশ্বাসী : পলক - The Daily News Paper Pratidin

Breaking

Post Top Ad

Responsive Ads

Sunday, February 03, 2019

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কথায় নয়, কাজে বিশ্বাসী : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

বাংলাদেশ প্রতিদিন ( প্রকাশ : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৩৩)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা যা বলি তা কাজে পরিনত করি।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের রায়গঞ্জে শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন শুভ উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সেবাকে দুর্নীতি মুক্ত করা হবে। এখন থেকে শহর আর গ্রামের কোন ব্যবধান থাকবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হবে। গ্রামে বসবাস করেই জনগণ শহরের সকল সুযোগ সুবিধা পাবে। উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১০ বছর আগে যখন সভা সমাবেশে জিজ্ঞাসা করা হতো কার কার বাসায় বিদ্যুতের লাইন আছে, তখন হাতে গোনা কয়েকটি পরিবারে বিদ্যুৎ আছে দেখা যেতো। কিন্তু বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ আছে।
প্রতিষ্ঠানের সভাপতি শ্রী কৃষ্ণচন্দ্র মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা মো. আব্দুল আজিজ, এডিসি শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রমূখ।
   
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

No comments:

Pages