সারাদেশে ভিটা‌মিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি - The Daily News Paper Pratidin

Breaking

Post Top Ad

Responsive Ads

Thursday, January 31, 2019

সারাদেশে ভিটা‌মিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি


বাংলাদেশ প্রতিদিন (প্রকাশ : ৩১ জানুয়ারি, ২০১৯ ১২:০৫)

ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি আনু‌ষ্ঠিত হ‌বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান।
রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কো‌টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হ‌বে।
গত ১৯ জানুয়ারি ছিল ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইনের নির্ধারিত দিন। পরে ভারত থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে গ‌ঠিত তদন্ত কমি‌টি তদন্ত শে‌ষে প্র‌তি‌বেদন দা‌খিল ক‌রে‌ছে। ত‌বে প্র‌তি‌বেদ‌নে কী আছে তা বলেননি তিনি। 
বিডি প্রতিদিন/ফারজানা

1 comment:

Unknown said...

আমাদরে সকলের উচিত সঠিক সময়ে সঠিক টিকা গ্রহণ করা। তাহলে আমাদরে দেশের শিশুদরে রোগ ব্যাধি কম হবে।

Pages