টানা তৃতীয়বার স্পিকার শিরীন শারমিন - The Daily News Paper Pratidin

Breaking

Post Top Ad

Responsive Ads

Wednesday, January 30, 2019

টানা তৃতীয়বার স্পিকার শিরীন শারমিন

দৈনিক ইত্তেফাক(১৬:৩৪, ৩০ জানুয়ারি, ২০১৯)
টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার হলেন ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন তিনি।
এদিন বেলা ৩টায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওবায়দুল কাদের স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটে তা পাস হয়।পরে অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এসময় সংসদ ভবনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন শিরীন শারমিন।
এদিকে ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন হুইপ আতিউর রহমান আতিক। তা সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম। প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে তা পাস হয়। পরে ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পায়।
ইত্তেফাক/জেডএইচ

No comments:

Pages